Logo

বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মে, ২০২৩, ২২:৫৫
56Shares
বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন
ছবি: সংগৃহীত

ক্রীড়াবিদদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বিজ্ঞাপন

ক্রিকেটার লিটন দাস পেয়েছেন দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। পপুলার চয়েজ পুরস্কার জিতেছেন সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। 

বিজ্ঞাপন

এছাড়া বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ) লিটন দাস, বর্ষসেরা ক্রিকেটার (নারী) নিগার সুলতানা জ্যোতি, বর্ষসেরা ফুটবলার (পুরুষ) রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা ফুটবলার (নারী) সাবিনা খাতুন, বর্ষসেরা আরচার নাসরিন আক্তার, বর্ষসেরা হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম, বর্ষসেরা অ্যাথলেট ইমরানুর রহমান, বর্ষসেরা কোচ গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল), উদীয়মান ক্রীড়াবিদ নাফিজ ইকবাল (টেবিল টেনিস) ও সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন), তৃণমূলের সংগঠক আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ), বিশেষ সম্মাননা সুমিতা রানী (হার্ডলার), সেরা সংস্থা বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং বিশেষ সংবর্ধনা সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।

বিজ্ঞাপন

ক্রীড়াবিদদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD