আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম: কৃতি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:৪৫ পিএম, ২৯শে মে ২০২৩


আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম: কৃতি
কৃতি স্যানন

ভারতের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। নয় বছরের অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এসব সিনেমায় রূপের দ্যুতির পাশাপাশি অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা সাড়া ফেলেনি।


বর্তমানে ক্যারিয়ারের যে অবস্থান তার, তা খুব সহজে ধরা দেয়নি। নানারকম বাধাবিপত্তি পেরিয়ে পথ চলতে হয়েছে তাকে। ভারতীয় একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন কৃতি।


আরও পড়ুন: নিজের মতো বাঁচতে শিখুন: অ্যানি খান


কৃতির পরিবারের প্রথম কর্মজীবী নারী তার মা। তা উল্লেখ করে কৃতি স্যানন বলেন, ‘আমার মা একজন প্রফেসর। আমার পরিবারের তিনি প্রথম চাকরিজীবী নারী। আমি যখন মায়ের গর্ভে, তখন তিনি পিএইচডি সম্পন্ন করেন। উদাহরণ হওয়ার জন্য কিছু কিছু সময় নিজের কাঁধে দায়িত্ব তুলে নিতে হয়।’


আরও পড়ুন: মিথিলার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন সৃজিত


প্রথম ফটোশুটের অভিজ্ঞতা জানিয়ে কৃতি স্যানন জানান,‘আমার মনে আছে, প্রথম ফটোশুটের দিন আমি নার্ভাস এবং ভীত ছিলাম। আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। কারণ আমি খুব বিরক্ত ছিলাম, যার জন্য কাজটি ভালো হয়নি। তবে সময়ের সঙ্গে আত্মবিশ্বাস তৈরি করা যায়। আমি বিশ্বাস করি, ব্যর্থতা থেকে আপনি যতটা শিখতে পারবেন, সফলতা থেকে ততটা নয়। আমার মূল মন্ত্র হলো, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং সামনে এগিয়ে যাওয়া।’


জেবি/এসবি