ছোটন দায়িত্ব ছেড়েছে যাতে আমার মানহানি হয়: বাফুফে সভাপতি

বাফুফে যখন চাপে রয়েছে ঠিক তখনই ছোটন দায়িত্ব ছেড়ে সংস্থাটির মানহানি করেছে বলেও মন্তব্য করেন বাফুফে সভাপতি সালাউদ্দিন।
বিজ্ঞাপন
নারী ফুটবলাররা যখনই বাফুফের ক্যাম্প ছাড়ছে ঠিক তখনই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। সোমবার (২৯ মে) নিজের পদত্যাগপত্র তিনি বাফুফের কাছে প্রেরণ করেন।
অপরদিকে, দেশের ফুটবলের এমন পরিস্থিতিতে ছোটনের পদত্যাগ নিয়ে সংবাদধ্যমের সঙ্গে কথা বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বললেন, নারী দলের এই কোচের সরে যাওয়া একটি ধাক্কা হলেও সেটি পূরণ করা সম্ভব।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাফুফে যখন চাপে রয়েছে ঠিক তখনই ছোটন দায়িত্ব ছেড়ে সংস্থাটির মানহানি করেছে বলেও মন্তব্য করেন বাফুফে সভাপতি সালাউদ্দিন।
আরও পড়ুন:বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন
বিজ্ঞাপন
তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘আমি আজ (২৯ মে) ছোটনকে ফোন করেছি। সে বলেছে যে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না। কোনো সমস্যা থাকলে ছোটন আমার সঙ্গে কথা বলতে পারতো। আমার মনে হয়, বাফুফে যখন চাপের মধ্যে আছে, সেই সময়টাকে সে (ছোটন) বেছে নিয়েছে যাতে আমার ও আমার সংস্থার মানহানি হয়।’
বিজ্ঞাপন
এর আগে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে নারী দলের কোচ বলেন, আমি মেইলে পদত্যাগপত্র বাফুফেকে পাঠিয়েছি।
জেবি/এসবি








