রাজ কামালের গীতিকথায় সাথী খানের নতুন গান


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ৩০শে মে ২০২৩


রাজ কামালের গীতিকথায় সাথী খানের নতুন গান
সাথী খান ও রাজ কামাল

'আমি এক এমন পাখি' খ্যাত কণ্ঠশিল্পী সাথী খান। এবার প্রজন্মের তরুণ নাট্য নির্মাতা ও গীতিকার রাজ কামালের গীতিকথায় ও পরিচালনায় বেশ কিছু মৌলিক গান কণ্ঠ দিয়েছেন তিনি। 


ইতোমধ্যে ৩টি গানের রেকর্ডিং ও লিপ পার্ট শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। শিল্পী সাথী খান এর নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের বিভিন্ন চ্যানেল থেকে গানগুলো রিলিজ করা হবে জানান গীতিকার রাজ কামাল।


আরও পড়ুন: ভিউ নিয়ে মাতামাতির কিছু নেই: আঁখি আলমগীর


শিল্পী সাথী খান বলেন, গীতিকার রাজ কামালের কথায় আমার নতুন গান গুলোতে দর্শক শ্রোতা নতুন কিছু পাবে। আশা করি সবার কাছে ভালো লাগবে। 


আরও পড়ুন: সবাইকে খুশি করে চলা সম্ভব না: শাকিব


উল্লেখ্য, গানগুলোর সুর করেছেন আহম্মেদ শাকিল, রুমন দেওয়ান ও বাউলা দিপু। এছাড়া সংগীতায়োজন করেছেন দেশবরেণ্য গুনি সংগীর পরিচালক মান্নান মোহাম্মদ  ও ঋষিকেষ রকি। গান গুলো নিয়ে রাজ কামাল দৃঢ় আশা বাদী।