সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ১০


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ৩০শে মে ২০২৩


সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ১০
দুর্ঘটনা কবলিত বাস | ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে একটি বাস সেতুর ওপর থেকে গভীর খাদে পড়ে ১০ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন  আরও ১২ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কজনক।


মঙ্গলবার (৩০ মে) সকালে  পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। সড়ক দুর্ঘটনায় আহতদের জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে'র শোভাযাত্রায় গুলি, নিহত ১৬


ডেপুটি কমিশনার অ্যাভনি লাবাসার বরাতে এনডিটিভি বলছে, অমৃতসর থেকে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার সময় জম্মু-শ্রীনগর মহাসড়কের কটলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গন্তব্য থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ছিল বাসটি।


আরও পড়ুন: প্রতি রাতে ক্ষুধা নিয়ে ঘুমান ৮৩ কোটি মানুষ


সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার বাসটি ছিটকে নিচে পড়ে যায়। ওই বাসে মোট ৭৫ জন যাত্রী ছিলেন।


সূত্র: এনডিটিভি