বাজেট অধিবেশন শুরু আগামীকাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ৩০শে মে ২০২৩
আগামীকাল বুধবার (৩১ মে) একাদশ জাতীয় সংসদের ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হবে বলে জানা গেছে। এদিন বিকেল ৫টায় সংসদের ২৩তম অধিবেশন শুরু হবে। এর আগে গত ১৪ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
জাতীয় সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সংসদের বাজেট অধিবেশন শুরু ৩১ মে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন। অধিবেশনে আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ হতে পারে বলে জানা গেছে।
জেবি/ আরএইচ