Logo

মেয়র শেখ রকিবের দেওয়া ঘর পেয়ে উচ্ছ্বসিত প্রতিবন্ধী জামিলের পরিবার

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৩, ০৪:২১
24Shares
মেয়র শেখ রকিবের দেওয়া ঘর পেয়ে উচ্ছ্বসিত প্রতিবন্ধী জামিলের পরিবার
ছবি: সংগৃহীত

পুরাতন ঘরটি নতুন করে নির্মাণ করে দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে সেখানে সকলেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেনের দেওয়া ঘর পেয়ে উচ্ছ্বসিত বুদ্ধি প্রতিবন্ধী হকার জামিল ও তার পরিবার।

গোপালগঞ্জ শহরের আনাচে-কানাচে, অলি-গলিতে পরিচিত মুখ পত্রিকা বিক্রেতা জামিলের বসবাসের পুরোনো জরাজীর্ণ ঘরটি মানবিক মেয়র শেখ রকিব হোসেন তার নিজস্ব তহবিল হতে নতুন রুপে র্নিমাণ করে দিয়েছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে মেয়র শেখ রকিব হোসেন জামিলকে সদ্য সংস্কারকৃত ঘরটি হস্তান্তর করেন। 

বিজ্ঞাপন

ঘর পেয়ে হকার জামিল ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। শুধু গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেনই নয়, সকলেই তাকে ভালোবাসেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমও টুঙ্গিপাড়ায় সফরে এলে জামিলের খোঁজখবর নেন এবং তাকে নগদ অর্থ প্রদান করেন। 

বিজ্ঞাপন

এদিকে হতদরিদ্র ও বুদ্ধি প্রতিবন্ধী হকার জামিলকে মানবিক মেয়র শেখ রকিব হোসেন তার নিজ অর্থ ব্যয়ে পুরাতন ঘরটি নতুন করে নির্মাণ করে দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে সেখানে সকলেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD