মেয়র শেখ রকিবের দেওয়া ঘর পেয়ে উচ্ছ্বসিত প্রতিবন্ধী জামিলের পরিবার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২১ পিএম, ৩০শে মে ২০২৩


মেয়র শেখ রকিবের দেওয়া ঘর পেয়ে উচ্ছ্বসিত প্রতিবন্ধী জামিলের পরিবার
ছবি: জনবাণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেনের দেওয়া ঘর পেয়ে উচ্ছ্বসিত বুদ্ধি প্রতিবন্ধী হকার জামিল ও তার পরিবার।


গোপালগঞ্জ শহরের আনাচে-কানাচে, অলি-গলিতে পরিচিত মুখ পত্রিকা বিক্রেতা জামিলের বসবাসের পুরোনো জরাজীর্ণ ঘরটি মানবিক মেয়র শেখ রকিব হোসেন তার নিজস্ব তহবিল হতে নতুন রুপে র্নিমাণ করে দিয়েছেন। 


মঙ্গলবার (৩০ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে মেয়র শেখ রকিব হোসেন জামিলকে সদ্য সংস্কারকৃত ঘরটি হস্তান্তর করেন। 


আরও পড়ুন: গোপালগঞ্জে স্বাস্থ্য অধিদফতরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ঘর পেয়ে হকার জামিল ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। শুধু গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেনই নয়, সকলেই তাকে ভালোবাসেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমও টুঙ্গিপাড়ায় সফরে এলে জামিলের খোঁজখবর নেন এবং তাকে নগদ অর্থ প্রদান করেন। 


এদিকে হতদরিদ্র ও বুদ্ধি প্রতিবন্ধী হকার জামিলকে মানবিক মেয়র শেখ রকিব হোসেন তার নিজ অর্থ ব্যয়ে পুরাতন ঘরটি নতুন করে নির্মাণ করে দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে সেখানে সকলেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।


জেবি/ আরএইচ/