বিশ্বকাপের আগে ভালো করে প্রস্তুতি নিচ্ছি: হেরাথ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩


বিশ্বকাপের আগে ভালো করে প্রস্তুতি নিচ্ছি: হেরাথ
রঙ্গনা হেরাথ

ভারতের মাটিতে আগামী অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপ সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে দল গুছিয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আফগানদের সঙ্গে সিরিজ সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে প্রাথমিক স্কোয়াড নিয়ে অনুশীলন। যেখানে আলাদা করে গুরুত্ব পাচ্ছে বোলিং ইউনিট।


অবশ্য   স্পিনারদের নিয়ে কাজ করছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তবে সাবেক লঙ্কান এই ক্রিকেটার টাইগারদের দুই বিভাগের বোলিং নিয়েই ভালো করার চেষ্টার কথা জানিয়েছেন। মঙ্গলবার (৩০ মে) আফগানিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে মিরপুরে অনুশীলন করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। 


আর এ সময় হেরাথ জানান, ''পেসার ও স্পিনার মিলিয়ে প্রপার বোলিং ইউনিট থাকলে সেরা বোলিং ইউনিট তৈরি করা যায়, আমরা সেই চেষ্টাই করছি''


আরও পড়ূন: ছোটন দায়িত্ব ছেড়েছে যাতে আমার মানহানি হয়: বাফুফে সভাপতি



সাংবাদিকের এক  প্রশ্নের উত্তরে  হেরাথ বলেন, ''এখানে ইউনিট না, দল আসল ব্যাপার। কেউ ভালো করলে আমরা সবাই খুশি হই, খারাপ করলে সবাই মিলেই সমাধানের পথ খুঁজি। আমরা একটা দল।''


আরও পড়ুন: আইপিএলের পঞ্চম শিরোপা জিতল চেন্নাই


তিনি বলেন, ''স্পিনারদের জন্য কন্ডিশন কঠিন হলে চ্যালেঞ্জ তো অবশ্যই। এজন্যই আমরা বিশ্বকাপের আগে ভালো করে প্রস্তুতি নিচ্ছি। আমরা বৈচিত্র্য ও টেকটিকস নিয়ে কাজ করছি। পিচ থেকে সহায়তা না পেলে এগুলো কাজে লাগাতে হবে। বিশ্বকাপের উইকেটে স্পিনারদের তেমন সহায়তা নেই।''


জেবি/এসবি