৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন অস্কারজয়ী অভিনেতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩
৮৩ বছর বয়সে বাবা হতে চলেছেন অস্কারজয়ী অভিনেতা আল পাচিনো। বছর ২৯-এর প্রেমিকা নূর আলফাল্লাহর সন্তানের বাবা হতে চলেছেন তিনি। গেল বছর নিজের ৮২তম জন্মদিনে প্রথম বার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাঁকে।
বছর শেষ হওয়ার আগেই সুখবর দিলেন অভিনেতা। গেল বছর অভিনেতা জন্মদিনের দিন এক রেস্তরাঁয় বন্ধুবান্ধবের সঙ্গে দেখা যায় নুর ও আলকে। বয়সের তফাত ৫৪ হলেও প্রেমে খামতি নেই এই যুগলের।
আরও পড়ুন: চলে গেলেন দেশের প্রথম সিনেমার অভিনেত্রী পিয়ারী বেগম
জানা গেছে, নুর পেশায় এক জন চলচ্চিত্র প্রযোজক। তিনি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে বড় হয়েছেন। তাঁর বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা।
আরও পড়ুন: ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন রাজ
ইউসিএল-এ স্কুল অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন-এ পড়াশোনা শেষ করে চলচ্চিত্র প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করেন। আল পাচিনোর এর আগে আরও তিন সন্তান রয়েছে। নুরের যে সন্তান পৃথিবীতে আসতে চলেছে, সে দিক থেকে দেখলে চতুর্থ বার পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন অভিনেতা।
জেবি/এসবি