পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ওষুধ বিতরণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩


পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ওষুধ বিতরণ
ছবি: জনবাণী

রাঙ্গামাটির লংগদু জোনের অন্তর্গত ভুঁইয়াপাড়া এলাকায় মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছেন সেনাবাহিনী।


বুধবার (৩১মে) দিনব্যাপী উপজেলার ভুঁইয়াপাড়ায় ৩ শতাধিক সাধারণ পাহাড়ী জনসাধারণের  মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। 


আরও পড়ুন: ভবনে কোনও বিস্ফোরকের আলামত পাইনি: সেনাবাহিনী


এ সময় লে. কর্ণেল হিমেল মিয়ার নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল ও ডা. ফারহানা আক্তার এনির নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়। 


এ সময় ভুঁইয়াপাড়া এলাকায় আনুমানিক ৩ শতাধিক  চিকিৎসা বঞ্চিত, দুস্থ ও অসহায় পাহাড়ী জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি ব্লাড প্রেসার এবং ডায়বেটিস টেস্ট করা হয়।


আরও পড়ুন: সায়েন্স ল্যাবের ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট


জোন সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় আরো বড় পরিসরে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর।


জেবি/ আরএইচ/