হঠাৎ স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সানি লিওন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩
সম্প্রতি বিশ্বের সব চেয়ে বড় চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন সাবেক পর্ন তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন। এবারই প্রথমবারের মতো এই মঞ্চে অভিষেক ঘটে তার।
যার কারণে জীবনের স্মরণীয় এই মুহুর্তটি নিয়ে বেশ আবেগঘন হতে দেখা যায় এই অভিনেত্রীকে। রবিবার (২৮ মে) নিজের সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে স্বামী ড্যানিয়েল ওয়েভারকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: ভিডিও-ছবি ফাঁস: ৩ বন্ধু ও ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন অভিনেতা রাজ
‘কান’ উৎসবের বেশ কিছু মুহূর্তের একটি ভিডওসহ পোস্টে সানি লেখেন, ''আমার সবচেয়ে খারাপ সময়ে ঈশ্বর তোমাকে আমার জীবনে পাঠান। সেই সময় তুমি আক্ষরিক অর্থেই আমার জীবন বাঁচিয়েছিলে এবং সেই থেকে তুমি আমার পাশে রয়েছ।''
আরও পড়ুন: ৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন অস্কারজয়ী অভিনেতা
স্বামীকে উদ্দেশ্য করে সানি লিওনে বলেন, ''একসঙ্গে ১৫ বছর! তোমাকে ছাড়া কান ফেস্টিভ্যালের এই মুহূর্ত কোনোভাবেই সম্ভব হত না। আমাকে এগিয়ে নিয়ে যেতে এবং আমার স্বপ্ন অনুসরণ করতে সাহায্য করার জন্য তোমার ক্রমাগত লড়াই সত্যিই অন্য পর্যায়ে নিঃস্বার্থ। আমি তোমাকে ভালোবাসি এবং ধন্যবাদ জানাই।''
জেবি/এসবি