ঢাকা জেলা প্রশাসকের হস্তক্ষেপে রক্ষা পেল ২০ কোটি টাকার সম্পত্তি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩
রাজধানী ঢাকা মহানগরের কোতয়ালী রাজস্ব সার্কেলাধীন নবাবপুর রোডে অর্পিত সম্পত্তি ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক। এর ফলে রক্ষা পেয়েছে প্রায় ২০ কোটি টাকার সরকারি সম্পত্তি।
বুধবার (৩১ মে) ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের অর্পিত সম্পত্তি শাখা, কোতোয়ালি রাজস্ব সার্কেল ও রাজউকের সমন্বিত অভিযানে ব্যক্তি মালিকানাধীন ওই জমিতে ভবন নির্মাণে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।
আরও পড়ুন: ক্ষতিপূরণের টাকা পেতে দালালের খপ্পরে পড়বেন না: ঢাকা জেলা প্রশাসক
৫৩/৬৭ ইপি কেসমূলে লিজকৃত এস এ ৫৯৯৮ নং খতিয়ানের ১১৪৮৮ দাগের ০.০৪১২ একর এবং ৭৩/৬৮ ইপি কেসমূলে লিজকৃত ৫৯১৫ খতিয়ানের ১১৫০১ নং দাগের ০.০১৬০ একর মোট ০.০৫৭২ একর ভূমি সরকারি স্বার্থ সংশ্লিষ্ট অর্পিত ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি। অর্পিত ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি হওয়া সত্ত্বেও জেলা প্রশাসনের বিনা অনুমতিতে লিজ না নিয়ে ভবন নির্মাণ কার্যক্রম শুরু করে।
ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের অর্পিত সম্পত্তি শাখা, কোতোয়ালি রাজস্ব সার্কেল ও রাজউকের সমন্বিত অভিযানে ব্যক্তি মালিকানাধীন জমিতে ভবন নির্মাণের ছলে অর্পিত সম্পত্তি দখলের এ অপচেষ্টা বিফলে যায়। এতে রক্ষা পায় প্রায় ২০ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি।
দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঢাকা জেলায় সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেবি/ আরএইচ/