Logo

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাড়িতে অগ্নিসংযোগ

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৩, ২২:২৮
15Shares
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাড়িতে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

পদবঞ্চিত ছাত্রদল নেতাকে গুলি হত্যার ঘটনার কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা

বিজ্ঞাপন

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকনের বাসভবনে অগ্নিসংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (৩১ মে) বিকাল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলার চিনিশপুরস্থ খায়রুল কবীর খোকনের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

এদিন বিকালে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী।

বিজ্ঞাপন

গত ২৫ মে দুই পদবঞ্চিত ছাত্রদল নেতাকে গুলি হত্যার ঘটনার কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী বলেন, আমরা সোয়া পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়েছি। খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা এসে দেখি ঘরের প্রতিটি রুমের মধ্যে আগুন জ্বলতেছে। আমরা প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এছাড়া বাড়িতে ঢুকার সময় নিচে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD