আজ একান্ত নিজের জন্যই সেজেছি : দীঘি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩


আজ একান্ত নিজের জন্যই সেজেছি : দীঘি
প্রার্থনা ফারদিন দীঘি | ছব: সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে অভিনয় করে আসা বর্তমান তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। বিভিন্ন ইস্যুতে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। তার প্রেম-বিয়ে নিয়ে জানতে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। তবে আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না এ অভিনেত্রী।


সম্প্রতি এ প্রসঙ্গে দীঘি গণমাধ্যমকে বললেন,'আরও ৫-৭ বছর পর বিয়ের কথা ভাবব। তখন এ বিষয়ে জানাতে পারব।'


শুক্রবার (২ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী ও মডেল-অভিনেতা আরেফিন জিলানী সাকিবের বিয়ের অনুষ্ঠানে হাজির হন তিনি।


এ সময় দীঘি জানালেন, অনেকদিন পর কোনো বিয়ের দাওয়াতে এসেছি। অনেকের সঙ্গেই দেখা হলো, বেশ ভালো লাগছে। নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা।


আরও পড়ূন: দিকহারা পথিকের মতো ছুটছি: বুবলী


তিনি আরও বলেন, ''সাধারণত বিয়েতে একটু সাজগোজ করতে হয়। সবসময় শুটিংয়ের জন্য সাজি, আজ একান্ত নিজের জন্যই সেজেছি। তবে বউ সাজাটা বেশ আনন্দের। যেভাবেই বউ সাজানো হোক না কেন, কেউ যদি সেজে বলে আমি বউ- এটা বললেই মনে হয় সুন্দর লাগে।''


আরও পড়ূন: সানাই রান্নাঘর থেকে বটি আনছে আমাকে মারার জন্য: আবু সালেহ


এদিকে, ঐশী-জিলানী দুজনের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে দীঘির। তাদের বিয়েতে তিনি কোন পক্ষের, সেটি জানতে চাইলে নায়িকার ভাষ্য, আমি দুই পক্ষেই ফিফটি ফিফটি। যেদিকে সুবিধাপার্টি দেখব, সেদিকেই দাঁড়াব। কোনোদিন শালি হব, কোনোদিন ননদ- বলেই হেসে দেন দীঘি।


জেবি/এসবি