Logo

চুনারুঘাটে ধর্ষণ মামলায় গ্রেফতার ২

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুন, ২০২৩, ২২:৫৫
40Shares
চুনারুঘাটে ধর্ষণ মামলায় গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

হবিগঞ্জের চুনারুঘাটে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার ৪ জুন ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ২ নম্বর  আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও কোটবাড়ি এলাকার জামাল আহমেদ, একই এলাকার আব্দুস  সালাম। 

বিজ্ঞাপন

গ্রেফতার জামাল ও সালামকে বিকালে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে ,  ভুক্তভোগী ওই কিশোরী উপজেলার বালিয়ারী  গ্রামের এক দিনমজুরের মেয়ে। 

বিজ্ঞাপন

সে মানুষের  বাসায় কাজ করে। গত বছরের ১০ আগস্ট  একই ইউনিয়নের উবাহাটা গ্রামের আব্দুল আলীর স্ত্রী মিনারা খাতুন তাঁর বাড়িতে কাজের লোকের প্রয়োজন এ কথা বলে ওই কিশোরীকে নিয়ে যায়। 

কিছুদিন পর মিনারা তাঁকে বনগাঁও এলাকার তাছলিমা আক্তার নামে অপর এক নারীর হেফাজতে রাখেন।  তাছলিমার বাড়িতেই দলবদ্ধ ধর্ষণের শিকার হয় হতভাগ্য ওই কিশোরী। সম্প্রতি কিশোরীর  শারীরিক অবস্থা খারাপ দেখে হাসপাতালে  পরীক্ষা - নিরীক্ষা করে জানা গেছে সে ৮ মাসের অন্তঃসত্ত্বা। পরে কিশোরীর মা হবিগঞ্জ  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৬ জনের নামে মামলা করে। 

বিজ্ঞাপন

তবে মামলার অন্যতম আসামি আব্দুস সালামের দাবি, তিনি  এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে চক্রান্তের  মাধ্যমে ফাঁসানো হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD