কয়রায় প্রশাসনের সাথে শিশুদের মুখোমুখি সংলাপ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩
খুলনার কয়রায় শিশুদের সাথে উপজেলা প্রশাসনের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিত্রানের সার্বিক তত্ববধানে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উপজেলা ন্যাশনাল টাক্স ফোর্স (এনসিটিএফ) এর সভাপতি শিউলি মুন্ডার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমান।
আরও পড়ুন: কয়রায় ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মুস্তাইন বিল্যাহ। এতে আরও বক্তব্য রাখেন প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, মো. রিয়াছাদ আলী, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, পরিত্রানের প্রোগ্রাম সমন্বয়কারী মো. রবিউল ইসলাম, প্রজেক্ট অফিসার মো. আলাউদ্দিন, এনসিটিফের সদস্য সুবজিত মুন্ডা, স্বপ্না মুন্ডা, দিপানিতা মুন্ডা, রত্না মুন্ডা প্রমুখ।
অনুষ্ঠানে এনটিএফের সদস্যদের দাবির মুখে অতিথিরা কয়রার ৬নং কয়রায় শিশুদের জন্য খেলার মাঠের ব্যবস্থা, শিশুদের দ্বারা পরিবহন চালানো বন্ধ করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যৌন হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা, বাল্য বিবাহ প্রতিরোধ, বিদ্যালয়ে মেয়েদের জন্য স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরী করাসহ বিভিন্ন বিষয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ ছাড়া দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলে প্রত্যায় ব্যক্ত করেন।
জেবি/ আরএইচ/