কাঁদলেন সুহানা খান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:০০ পিএম, ৮ই জুন ২০২৩


কাঁদলেন  সুহানা খান
সুহানা খান

নিজেকে বলিউডে প্রমাণ করতে নানারকম উপায়ে খেটে যাচ্ছেন  শাহরুখ কন্যা সুহানা খান। কখনও অভিনয়ের জন্য ট্রেনিং নিচ্ছেন, তো কখনও ফ্যাশন দুরস্ত হওয়ার জন্য নিজের মেকওভার করাচ্ছেন। কিন্তু এসব করতে গিয়ে যে এ রকম অবস্থা হবে সুহানার। তা ভাবতেও পারেননি শাহরুখ কন্যা। আসলে কী হয়েছে সুহানার?


সম্প্রতি সুহানা খান সামাজিকমাধ্যম  ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যা দেখে রীতিমতো চেখে জল তার ভক্ত অনুরাগীদের। ছবিতে দেখা যায়, ব্যালোরিনা জুতো পরে রয়েছেন তিনি। আর সেই ছবিতে লিখেছেন ওহ! সঙ্গে কান্নার ইমোজি। বোঝাই যাচ্ছে, এই জুতো পরে নাচতে গিয়ে আহত হয়েছেন তিনি।


আরও পড়ুন: কেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাথরুমে লাগিয়েছেন নাসির উদ্দিন?


অপরদিকে, বলিউড গুঞ্জন বলছে সুহানা নাকি জমিয়ে প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্যা নন্দার সঙ্গে।


পরিচালক জোয়া আখতারের ‘আর্চিস’ ছবির শুটিং ফ্লোর থেকেই আলাপ হয় আগস্ত্যা নন্দা ও সুহানার। তারপর বন্ধুত্ব হয় গাঢ়। শুধু তাই নয়, কাপুর পরিবারের ক্রিসমাস পার্টিতেও হাজির ছিলেন অগস্ত্য়া ও সুহানা। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কাউকে মুখ খুলতে দেখা যায়নি।


জেবি/এসবি