টুইট এডিটের সময় বাড়ল টুইটারে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


টুইট এডিটের সময় বাড়ল টুইটারে
ফাইল ছবি

ক্ষুদ্র ব্লগ সাইট টুইটারে টুইট কারারপর ৩০ মধ্যে সম্পাদনার সুযোগ চালু করে টুইটার। পরে সময় বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন অনেক ব্যবহারকারী। আর তাই এবার টুইট সম্পাদনার সময় এক ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানি।


জানা যায়, নতুন এ সুবিধা চালুর ফলে প্রকাশের এক ঘণ্টার মধ্যে টুইটের বানান বা তথ্য এডিট করা যাবে। প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে টুইটারের নীল টিক ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা কবে নাগাদ চালু করা হবে, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি টুইটার।


আরও পড়ুন: টুইটারের যোগদান করলেন নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো


টুইটারের তথ্য অনুসারে, প্রকাশ করা টুইট  এডিট করলে সম্পাদিত টুইটের নিচে বিশেষ চিহ্ন থাকায় অন্য ব্যবহারকারীরা জানতে পারেন, টুইটের মূল লেখা সম্পাদনা করা হয়েছে। শুধু তা-ই নয়, প্রকাশের কতক্ষণ পর টুইট সম্পাদনা করা হয়েছে, তা-ও দেখা যায়।


জেবি/এসবি