বুরকিনা ফাসোয় সোনার খনিতে বিস্ফোরণ, নিহত ৬০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বুরকিনা ফাসোয় সোনার খনিতে বিস্ফোরণ, নিহত ৬০

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চেলে সোনার খনিতে বিস্ফোরণে মারা গেছেন অন্তত ৬০ জন মানুষ। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, একটি সোনার খনিতে সোমবার এই বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।   

স্থানীয় কর্মকর্তা এবং হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, দেশের দক্ষিণ-পশ্চিমে গোমগোম্বিরোর একটি অস্থায়ী সোনার খনিতে  ডিনামাইটের একটি স্টক বিস্ফোরণের সময় বিস্ফোরণটি ঘটে।

একটি হাসপাতালের সূত্র বলেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

বিস্ফোরণে আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সূত্রটি। 

ওই স্থানে ঠিক কী ধরনের সোনার খনন চলছিল তা স্পষ্ট নয়। আন্তর্জাতিক কোম্পানি দ্বারা চালিত কিছু বড় সোনার খনি রয়েছে দেশটিতে। তবে শত শত ছোট, অনানুষ্ঠানিক সাইট রয়েছে যেগুলি তদারকি বা নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করে।

শিশুরা প্রায়ই এই তথাকথিত কারিগর এসব খনিতে কাজ করে এবং এসব খনিতে দুর্ঘটনা ঘটে প্রায়ই। 

এসএ/