Logo

নেটদুনিয়া থেকে বিদায় নিলেন কাজল!

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৩, ২২:৫৮
27Shares
নেটদুনিয়া থেকে বিদায় নিলেন কাজল!
ছবি: সংগৃহীত

নেটদুনিয়া থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন কাজল। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই নেটদুনিয়ায় প্রত্যাবর্তন এই অভিনেত্রীর।

বিজ্ঞাপন

নেটদুনিয়া থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন কাজল। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই নেটদুনিয়ায় প্রত্যাবর্তন এই অভিনেত্রীর।

শুক্রবার (৯ জুন) সকালেই সমাজমাধ্যম থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন এই অভিনেত্রী। টুইটার হ্যান্ডল এবং ইনস্টাগ্রামে একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা হরফে বিষয়টি জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই।

বিজ্ঞাপন

তিনি লিখেন,“জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।” তার পর থেকেই উদ্বেগে ছিলেন অনুরাগীরা। অভিনেত্রীর জীবনে সব কুশল রয়েছে কিনা সেই নিয়ে জল্পনা ছিল নেটদুনিয়ায়। কিন্তু সন্ধে গড়াতেই একেবারে স্পষ্ট সবটা।

বিজ্ঞাপন

কথা রাখতে না পেরে ঘণ্টা কয়েকের মধ্যেই প্রত্যাবর্তন। যদিও তাতে অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকরা। আসলে অভিনেত্রীর আসন্ন ওয়েব সিরিজ় ‘দ্য ট্রায়ালের- পেয়ার, খুন, ধোঁকা’ ট্রেলার মুক্তি পেতে চলেছে ১২ই জুন। 

সেই কারণেই এই লুকোচুরি। বলা যেতে পারে এক রকমের প্রচার কৌশলও বটে। অভিনেত্রী নিজের আসন্ন এই সিরিজ়ের পোস্টার প্রকাশ্যে এনে লেখেন, ‘‘পরীক্ষা যত কঠিন হবে, তত শক্তিশালী হয়ে তুমি ফিরবে।’’ 

বিজ্ঞাপন

এই সিরিজ়টি জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেক। সিরিজ়ে আইনজীবীর চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। যদিও কাজলের এমন রসিকতা মোটেও ভাল চোখে দেখেননি নেটাগরিকরা। 

বিজ্ঞাপন

আরএক্স/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD