শিলিগুড়ি গৃহবধূর রহস্যজনক মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তর সমরনগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খুনের অভিযোগ করেছেন মৃতার পরিবার। মৃতার নাম শিউলি চৌধুরী।
জানা যায়, ২০১৮ সালে নারায়ণ কুমার রায়ের সঙ্গে বিয়ে হয় শিউলি চৌধুরীর। এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। অভিযোগে প্রকাশ, বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাক থাকলেও পরবর্তীতে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে স্বামী। এই কারণে বাবার বাড়িতে চলে যায় গৃহবধূ। এনিয়ে সালিশী সভা হলে পরে স্বামীর কাছে ফিরে আসেন।
শুক্রবার ( ৯ই জুন) রাতে ফের গৃহ বিবাদ হয়। ঘটনার পর গৃহবধূর পরিবারের সদস্যরা আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর গভীর রাতে শ্বশুরবাড়ির সদস্যরা ফোন করে মৃতার পরিবারকে ডাকে। তারা গিয়ে দেখতে পান অজ্ঞান অবস্থায় শিউলি চৌধুরীকে গাড়িতে তোলা হচ্ছে।
এরপর তাড়াতাড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে গৃহবধূকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শিউলিকে খুন করা হয়েছে। ঘটনার পর এমনটাই অভিযোগ তুলেছেন মৃতার পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরএক্স/