ইউক্রেনে সেনা প্রবেশের নির্দেশ দিলেন পুতিন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পশ্চিমা
বিশ্বের সতর্কতা ও হুঁশিয়ারিকে উপেক্ষা
করে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বীকৃতি
দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিন। এ নিয়ে এক
আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এর পরপরই পূর্ব
ইউক্রেনের ওই দুই অঞ্চলে
রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ
দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
মঙ্গলবার
(২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই
তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে
জানিয়েছে, ‘দোনেতস্ক’ এবং ‘লুহানস্ক’ অঞ্চলকে
স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মস্কো থেকে
জারি করা পৃথক দু’টি ডিক্রিতে পূর্ব
ইউক্রেনের এই অঞ্চলে শান্তি
নিশ্চিতে কাজ করার জন্য
সেনা মোতায়েন করতে রুশ প্রতিরক্ষা
মন্ত্রণালয়কে নির্দেশ দেন পুতিন।
এদিকে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে