একদিনে করোনায় শনাক্ত ১০৭


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩


একদিনে করোনায় শনাক্ত ১০৭
ফাইল ছবি

দেশে একদিনে আরও ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।


শনিবার (১০ জুন)  স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৫১ জন অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৩১৯ জনে।  গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ছয় হাজার ৬২৭ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ।


আরও পড়ুন: ৬৬ দিন পর দেশে করোনায় ২ জনের মৃত্যু


আরও বলা হয়, একই সময়ে এক হাজার ৯৭৮ টি নমুনা পরীক্ষায় ১০৭ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।


জেবি/এসবি