ডিজিটাল লেনদেনে শীর্ষে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ১১ই জুন ২০২৩
ডিজিটাল পেমেন্টে পাঁচটি দেশের তালিকায় শীর্ষে রয়েছে ভারত।মাইগভইন্ডিয়া-এর তথ্য অনুসারে, ২০২২ সালে ৮৯ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে ভারত।
২০২২ সালে ভারত বিশ্বব্যাপী রিয়েল-টাইম পেমেন্টের একাই ৪৬ শতাংশ, যা ডিজিটাল পেমেন্ট লেনদেনে অন্য চারটি শীর্ষস্থানীয় দেশের মোট পরিমাণের থেকেও বেশি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিলের লেনদেনের পরিমাণ ২৯ দশমিক ২ মিলিয়ন ও চীন ১৭ দশমিক ৬ মিলিয়ন লেনদেন করেছে ২০২২ সালে।
আরও পড়ুন: কাজাখস্তানে দাবানলে প্রাণ গেল ১৪ জনের
চতুর্থ নম্বরে থাকা থাইল্যান্ড ১৬ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে ও দক্ষিণ কোরিয়া করেছে ৮ মিলিয়ন। মাইগভইন্ডিয়া হলো ভারত সরকারের একটি নাগরিক সম্পৃক্ততা প্ল্যাটফরম।
আরও পড়ুন: জাপানে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ
এই বছরের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, “ডিজিটাল পেমেন্টে ভারত এক নম্বরে রয়েছে ও দেশের গ্রামীণ অর্থনীতি বদলে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “ভারত এমন একটি দেশ যেখানে মোবাইল ডেটা সবচেয়ে সস্তা। এতে দেশের গ্রামীণ অর্থনীতি পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল পেমেন্টে ভারত মান ও ভলিউম উভয় ক্ষেত্রেই নতুন মাইলফলক প্রত্যক্ষ করছে। দেশটির ব্যাংক বিশেষজ্ঞদের মতে ভারতের পেমেন্ট ইকোসিস্টেম ও গ্রহণযোগ্যতা দৃঢ়তা নির্দেশ করে।”
জেবি/এসবি