একসঙ্গে ছেলের ১০ মাস উদযাপন করলেন রাজ-পরী

তবে কি দু'জনের মধ্যে রাগ-অভিমানের পালা শেষ হয়েছে, এমন প্রশ্ন নেট জনতার মনে।
বিজ্ঞাপন
বর্তমানে দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন রাজ-পরী। সম্প্রতি রাজ-পরী উভয়ই একে অপরকে নানান বিষয় নিয়ে অভিযোগ- পাল্টা অভিযোগ করেন। দু'জনের আর একসঙ্গে থাকা সম্ভব নয় বলেও গণমাধ্যমে জানান তারা।
অবশেষে যেন সব কিছুর অবসান হলো! শনিবার (১০ জুন) তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের ১০ মাস পূর্ণ হয়েছে।। সেই উপলক্ষে রাজ-পরীকে একসঙ্গে দেখা গেছে। তবে কি দু'জনের মধ্যে রাগ-অভিমানের পালা শেষ হয়েছে, এমন প্রশ্ন নেট জনতার মনে।
বিজ্ঞাপন
রবিবার (১১ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পরিবার ও ছেলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন পরীমনি।
বিজ্ঞাপন
ক্যাপশনে তিনি লেখেন,‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। হ্যাপি দশ মাস বাজান। মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল!’ ব্যাস এতটুকুই। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও হ্যাপি ইমোজি।
আরও পড়ুন: আবারও কটাক্ষের শিকার শ্রাবন্তী
বিজ্ঞাপন
পোস্টটি শেয়ার করার পর থেকে ১ লাখেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। পরীর কমেন্টবক্সে রীতিমতো ঝড় উঠেছে তার ভক্তদের।
বিজ্ঞাপন
একজন মন্তব্য করেছেন, মাশআল্লাহ্। এভাবেই বাবা-মা’র ভালোবাসায় জড়িয়ে থাক বাবাটা, অনেক দোয়া আর ভালোবাসা।
অপর আরেকজন লেখেন, মাশআল্লাহ, দারুণ একটা মুহূর্ত। অভিনেত্রীর এক ভক্ত লেখেন, বাবাটার জন্য অনেক অনেক আদর, ভালোবাসা আর দোয়া রইল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরী দম্পতির ছেলে রাজ্য। তবে ভালোবেসে এই দম্পতি বিয়ে করলেও মাঝেমধ্যেই সম্পর্কের টানাপোড়েন দেখা যায় তাদের মধ্যে। বর্তমানে দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন রাজ-পরী। কিন্তু সন্তানের জন্য নিজেরদের সব ঝামেলাকে উপেক্ষা করে ফের একসঙ্গে দিনটি উদযাপন করলেন এই তারকা দম্পতি। এতে রাজ-পরীর প্রতি ভীষণ খুশি হয়েছেন এবং তাদেরকে শুভ কামনাও জানিয়েছেন নেটিজেনরা।
জেবি/এসবি








