আসামে হরিণের বলে গরুর মাংস বিক্রি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩
ভারতের আসামরাজ্যের কোকরাঝাড় জেলার ভারত- ভুটান সীমান্তের সরলপাড়ায় ৪ যুবককে গো-হত্যার অভিযোগে স্থানীয় এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ৪ যুবক হলেন যথাক্রমে খালুমান তামাং(৪৮), খেমরাজ ছেত্রী (১৮), ভীম তামাং( ৩০), ও সানম ছেত্রী (১৬)।
জানা যায়, ৪ যুবক প্রথমে মাঠের মধ্যে ফেলে রাখা গরু গুলোকে হাতের তৈরি বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে। তারপর গরু কেটে আগুনে পুড়ে নেয়। পরে তারা তা হরিণের মাংস বলে বাজারে বিক্রি করে।
তারা বেশ কয়েকবার গরু মেরে চোরাচালানের বাজারে হরিণ হিসেবে বিক্রি করে আসছিল। এর মধ্যেই মাঠে ছড়ানো গরু না পেয়ে খুঁজতে শুরু করেন। খুঁজতে গিয়ে হারানো গরুর কাটা মাথাও উদ্ধার করেছে মালিক।
সরলপাড়ার এক স্থানে গরু কাটার সময় হাতেনাতে ধরা পড়ে ৪জন যুবক। তাদেরকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ভীম তামাং নামে শনাক্ত করা যুবক। হামলায় গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে কোকরাঝাড়ের একটি বেসরকারি নাসিং হোমে চিকিৎসাধীন রয়েছেন।
যারা গরুর মাংস পুড়িয়ে বাজারে হরিণের মাংস হিসেবে বিক্রি করত তাদের কাছ থেকে পুলিশ একটি হাতের তৈরি বন্দুক ও একটি ছুরি উদ্ধার করেছে।
আরএক্স/