Logo

এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্রে যাওয়া নিয়ে ইসির বক্তব্য নেই: সচিব

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ০২:০৬
30Shares
এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্রে যাওয়া নিয়ে ইসির বক্তব্য নেই: সচিব
ছবি: সংগৃহীত

আইন করে নির্বাচন কমিশনকে এনআইডি দেওয়ার দায়িত্ব দিয়েছিল এখন সেই আইন সংশোধন করে রাষ্ট্র আবার অন্য কাউকে দায়িত্ব দিচ্ছে

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিয়ে যাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো বক্তব্য নেই।

মঙ্গলবার (১৩ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, সরকার আইন করে নির্বাচন কমিশনকে এনআইডি দেওয়ার দায়িত্ব দিয়েছিল। এখন সেই আইন সংশোধন করে রাষ্ট্র আবার অন্য কাউকে দায়িত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

ইসি সচিব বলেছেন, সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব আছে। যার ভেতরে জাতীয় পরিচয়পত্র প্রদান ছিল না।

বিজ্ঞাপন

এনআইডি কার্যক্রমের বিষয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে ইসি সচিব বলেন, ‘রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যতক্ষণ ছিল, ততক্ষণ নির্বাচন কমিশন পালন করবে। রাষ্ট্র যখন এই দায়িত্বটা অন্য কাউকে সম্পাদন করতে বলবে তারা সেটি সম্পাদন করবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD