কার সঙ্গে প্রেম করছেন, জানালেন তামান্না


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৩


কার সঙ্গে প্রেম করছেন, জানালেন তামান্না
তামান্না ভাটিয়া

ভারতের জনপ্রিয় অভিনেত্রী  তামান্না ভাটিয়া। দক্ষিণী সিনেমার বিজয় ভার্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা।


সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, “আমার মনে হয় শুধু সহশিল্পী হওয়াটা কারও প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট নয়। আমার আরও অনেক সহশিল্পী ছিলেন। কারও প্রতি মন থেকে ব্যক্তিগত অনুভূতি না আসা পর্যন্ত প্রেমে পড়া যায় না। এর সঙ্গে কাজের কোনো সম্পর্ক নেই।”


আরও পড়ুন: নতুন রূপে হিরো আলম


বিজয় সম্পর্কে তামান্নার  জানান,  “তিনি এমন একজন মানুষ যার সঙ্গে আমি খুব সহজেই সামনের কথা ভাবতে পারি। দারুণ সংযোগ আমাদের। নিজেকে পুরোপুরি আমার কাছে সপে দিয়েছেন তিনি। ফলে আমার জন্যই তার কাছে নিজেকে সপে দেওয়া সহজ হয়েছে।”


তিনি আরও বলেন, “বিজয় এমন একজন মানুষ যার প্রতি আমি ভীষণ যত্নশীল। আর হ্যাঁ, ও আমার সব খুশির ঠিকানা।”


আরও পড়ুন: দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন অভিনেতা উইলিয়ামস


এর আগে চলতি বছরের শুরুতে বিজয় ভার্মার সঙ্গে তামান্নার প্রেম নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তামান্না বলেছিলেন, আমরা একসঙ্গে সিনেমা করেছি। নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। সবকিছু নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। এর বেশি কিছু বলতে চাই না।


জেবি/এসবি