পুলিৎজার বিজয়ী মার্কিন লেখক করম্যাক ম্যাকার্থি মারা গেছেন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৩


পুলিৎজার বিজয়ী মার্কিন লেখক করম্যাক ম্যাকার্থি মারা গেছেন
করম্যাক ম্যাকার্থি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পুলিৎজার পুরস্কার বিজয়ী মার্কিন লেখক করম্যাক ম্যাকার্থি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।


এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন বিবিসি ও দ্য গার্ডিয়ান। 


প্রতিবেদনে বলা হয়েছে, নিউ মেক্সিকোর সান্তা ফে-তে নিজ বাড়িতে মঙ্গলবার লেখক করম্যাক ম্যাকার্থির মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।


আরও পড়ুন: শেষ হলো ৩ দিনব্যাপী থিয়েটার অ্যাপ্রিসিয়েশন কোর্স


১৯৯২ সালে করম্যাক ম্যাকার্থিকে প্রথম আলোচনায় নিয়ে আসে ‘দ্য বর্ডার ট্রিলজি’র প্রথম বই ‘অল দ্য প্রিটি হর্সেস’। বইটি থেকে পরবর্তীতে সিনেমা নির্মাণ করা হয়। ৬০ বছর বয়স পর্যন্ত তেমন পরিচিতি ছিল না ম্যাকার্থির।


আরও পড়ুন: বিশ্বখ্যাত নারী ঔপন্যাসিক আইদু আর নেই


তিনি বিশ্বব্যাপী পরিচিত লাভ করেন ২০০৬ সালে ‘দ্য রোড’ উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার পাওয়ার পর। অনেকেই তাকে আর্নেস্ট হেমিংওয়ে ও উইলিয়াম ফকনারের পর সবচেয়ে শক্তিশালী আমেরিকান লেখক বলে মনে করেন। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান


জেবি/এসবি