Logo

বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ২৩:৩৮
55Shares
বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

স্থানীয় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিজ্ঞাপন

নোয়াখালীর সদরে একটি বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টার জেলা শহর মাইজদীর গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।  

বিজ্ঞাপন

নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচির স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী। প্রিয়ন্তী হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। 

বিজ্ঞাপন

জানা যায়, জেলা শহর মাইজদীর গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কচি মিয়ার বাসার দ্বিতীয় স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে দুর্বৃত্তরা বাসায় ডুকে কুপিয়ে হত্যা করে। নূর নাহার বেগম ঘটনাস্থলে মারা যান। তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতের স্বামীসহ অন্য স্বজনরা তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি।  

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বিজয়া সেন স্থানীয়দের বরাতে জানান, স্থানীয় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD