ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১৬ জুন
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম (স্নাতক) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তির পরীক্ষা আগামী শুক্রবার (১৬ জুন) থেকে শুরু হবে। এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিন ইউনিট মিলিয়ে আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ১ হাজার ২৯টি। আর এবার সাতটি কলেজে মোট আসন সংখ্যা রয়েছে মোট ২৩ হাজার ৪৯০টি। সে হিসেবে আসনপ্রতি লড়বে ৪ জন ভর্তিচ্ছু।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী, সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুন (শনিবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। এই তিন ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।
এই বছর সাত কলেজের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার ১ লাখ ১ হাজার ২৯টি আবেদনের মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।
আরও পড়ুন: সাত কলেজে ভর্তির আবেদন ৩০ এপ্রিল পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর সাত কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য ৩টি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। এরমধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।
জানা যায়, ভর্তি পরীক্ষার কেন্দ্র সরকারী সাতটি কলেজসহ আশেপাশের কিছু স্কুল-কলেজে অনুষ্ঠিত হবে।
তবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে, ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত আর ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসার আসনগুলো শুধু মেয়েদের জন্য সংরক্ষিত।
জেবি/ আরএইচ/