গ্রিস উপকূলে নৌকাডুবি, ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩
গ্রিস উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৫৯ অভিবাসনপ্রত্যাশী মারা গেছে। এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১৪ জুন) গ্রিসের কোস্ট গার্ড এই তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এটিই সবচেয়ে বড় প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।
কর্তৃপক্ষ জানায়, বুধবার দুপুর পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে কতজন মানুষ ছিলেন তা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
গ্রিসের পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবি, শতাধিক প্রাণহানি
কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার রাতে নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স। গ্রিসের উপকূলীয় শহর পাইলোস থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিকে শনাক্ত করে সংস্থাটি। এটি ইতালি যাচ্ছিল। কোস্ট গার্ডের একটি নৌযান সেটির কাছে গিয়ে সহযোগিতার প্রস্তাব দেয়। নৌকার যাত্রীরা তাদের সহযোগিতা প্রত্যাখ্যান করে এবং যাত্রা অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করে। কয়েক ঘণ্টা পর নৌকাটি ডুবে যায়। এর পর তল্লাশী ও উদ্ধার অভিযান শুরু হয়।
আরও পড়ুন: নৌকাডুবির ৪২ ঘণ্টা পর শীতলক্ষ্যায় ভেসে উঠলো স্কুলছাত্রীর মরদেহ
গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়, নৌকাটি লিবিয়ার শহর তবরুক থেকে রওনা দিয়েছিল। যাত্রীদের বেশিরভাগ ছিলেন তরুণ। গ্রিক কর্তৃপক্ষ মৃতদের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। তবে পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা জানায়, বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী মিসর, সিরিয়া ও পাকিস্তানের। উদ্ধারকৃতদের কালামাতা শহরে নেওয়া হয়েছে।
জেবি/এসবি