ধর্মীয় রীতি ছাড়াই সংবিধান ছুয়ে বিয়ে করলেন পাত্র-পাত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ধর্মীয় রীতি ছাড়াই সংবিধান ছুয়ে বিয়ে করলেন পাত্র-পাত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বিয়েতে ছিলো না কোনও শাস্ত্রজ্ঞ পুরোহিত বা মন্ত্রোচ্চারণ। আগুনকে সাক্ষী রেখে সাতবার ঘোরা পাত্রপাত্রীর? না, তাও ছিল না। হিন্দু বিয়ের কোনও রীতিই পালন হয়নি, এই বিয়ের অভিনবত্ব হলো, ভারতীয় সংবিধানকে সাক্ষী রেখে বিয়ে করলেন দুজনে।

ওড়িশার গঞ্জাম জেলায় বিয়ে হলো ২৯ বছরের বিজয় কুমার, ২৭ এর শ্রুতি সাক্সেনার। বিজয় ওড়িষার বেরহামপুরের বাসিন্দা, শ্রুতি উত্তরপ্রদেশের মেয়ে। দুজনে কাজ করেন চেন্নাইয়ের এক বেসরকারি সংস্থায়।

দেশের তিনটি ভিন্ন রাজ্যের মহাযোগ ঘটেছে বিয়েতে। পাত্র শুধু পাত্রীর গলায় মালা পরিয়ে দিলেন, তারপরই সংবিধান ছুঁয়ে নতুন জীবনের শপথ নিলেন তারা। নবদম্পতি অতিথিদের আশীর্বাদ নিয়ে দামী উপহারসামগ্রীর বদলে রক্তদানের আবেদন করলেন। সেই আবেদন মেনে রিসেপশন স্থলের কাছেই বসল রক্তদান শিবির। মরনোত্তর দেহদানের শপথ নিতেও আবেদন করলেন আমন্ত্রিতদের।

বিজয়ের বাবা ডঃ মোহন রাও জানালেন, ২০১৯ সালে তার বড় ছেলেও পাত্রীপক্ষকে রাজি করিয়ে একই কায়দায় বিয়ে করেছিলেন। এবারও বিজয়ের পরিবার শ্রুতির অভিভাবকদের বুঝিয়ে সম্মতি নেয়। ঠিক হয়, প্রচলিত হিন্দু ধর্মীয় রীতিনীতির বদলে সংবিধানের নামে নবদম্পতি শপথ নেবে বিয়েতে।