ম্যাচ বাই ম্যাচ আগাতে চান তামিম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ম্যাচ বাই ম্যাচ আগাতে চান তামিম

ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা শেষে ক্রিকেটারদের চোখ এখন আফগানিস্তান সিরিজে। নিজেদের মাঠে অতিথিদের বিপক্ষে সীমিত ওভারের সংস্করণে খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ দিয়ে আগামীকাল বুধবার থেকে শুরু হবে দলের লড়াই। মূল লড়াইয়ে মাঠে নামার আগে, প্রথম ম্যাচ থেকে দল হিসেবে ভালো খেলার বার্তা দিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সকাল ১১টায় মুখোমুখি হবে দুল। প্রথম ওয়ানডের আগের দিন সাংবাদিকদের নিজের লক্ষ্যের কথা জানালেন তামিম। তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জয়ের চিন্তা এখনই করছেন না বাংলাদেশ অধিনায়ক। বরং ম্যাচ বাই ম্যাচ আগাতে চান স্বাগতিক দলের অধিনায়ক। 

আজ মঙ্গলবার তামিম বলেন, ‘৩-০ এখনো অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচ কীভাবে শুরু করি এটা বেশি গুরুত্বপূর্ণ। কে না চাইবে ৩-০ না করতে? ওরাও চাইবে। তবে দূরেরটা চিন্তা না করে আমরা আগে কাল শুরু করি।’

লম্বা সময় পর ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। এ জন্য কিছুটা রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক। তাঁর কথায়, ‘গত জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলাম। ৬-৭ মাস পর এসেছি। তবে সবাই রোমাঞ্চিত। নিঃসন্দেহে এটা আমাদের প্রিয় ফরম্যাট। এ বছর বেশ কয়েকটা ওয়ানডে আছে। গত বছর ততটা ছিল না। কালকের জন্য মুখিয়ে আছি। আশা করছি ভালো শুরু পাব।’

নিজেদের মাঠে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী তামিম বলেন, ‘এটা চ্যালেঞ্জের কিছু না। আমরা কমবেশি সবাই অভিজ্ঞ। ওদের সঙ্গে ওয়ানডে দিয়ে শুরু করাটা সঠিক সিদ্ধান্ত। ওয়ানডেতে অবশ্যই আমরা ভালো দল। ছন্দে ফেরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই খেলার মধ্যে আছে, এটা ইতিবাচক। দল হিসেবে ভালো করতে হবে।’

আগামীকাল থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। বেলা ১১টায় শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

ওয়ানডে সিরিজের পর ঢাকায় মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। আগামী ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।

এসএ/