ওড়িশার নদীতে গোসল করেতে নেমে কুমিরের পেটে স্কুলছাত্র
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩
ভারতের ওড়িশায় কুমিরের আক্রমণে প্রাণ গেল ১০ বছর বয়সি স্কুল ছাত্রের। পরে নদী থেকে আধ খাওয়া মৃতদেহ উদ্ধার হয়।
বুধবার (১৪ জুন) ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রাপাড়া জেলায়।
জানা গেছে, ৫ম শ্রেণির ওই ছাত্র ব্রাক্ষণী নদীতে গোসল করতে নেমেছিল। তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে একটি কুমির। সেখানেই মৃত্যু হয় তার।
কুমিরের হামলার কথা ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা নদীতে নেমে ছাত্রকে খুঁজতে শুরু করেন। ঘন্টা খানেক পর পড়ুয়ার আধ খাওয়া দেহ নদী থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাট্টামুন্ডাই থানার এক আধিকারিক।
আরও পড়ুন: কুমিরের আক্রমণে নাবালকের প্রাণহানী!
রাজনগর ম্যানগ্রোভ অরণ্য ডিভিশনের আধিকারিকরা বলেছেন, সম্ভবত কুমিরের সামনে পড়ে গিয়েছিল ওই স্কুল পড়ুয়া। তাই কুমিরটি তার উপর হামলা করে। জলের মধ্যে কুমিরের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা পড়ুয়ার ছিল না।
মৃত পুড়য়ার পরিবারকে ৬ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে বলে জানান।
জেবি/ আরএইচ/