করোনায় আরও একজনের প্রণহানি, শনাক্ত ১৫১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩


করোনায় আরও একজনের প্রণহানি, শনাক্ত ১৫১
ফাইল ছবি

দেশে একদিনে করোনায় আরও একজনের প্রাণহানি হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৫১ জন।


বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ১১৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।


আরও পড়ুন: দেশে আসছে করোনার বুস্টার টিকা 'ভিসিভি'


বর্তমানে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪০ হাজার ৯৬৬ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন  ২৯ হাজার ৪৫৪ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ১৫১ জন।


আরও পড়ুন: দায়িত্ব নেয়ার আগেই চিফ হিট অফিসার বুশরা করোনায় আক্রান্ত


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।


জেবি/এসবি