মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হামলা


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৩


মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হামলা
ছবি: জনবাণী

ভারতের মণিপুর রাজ‍্যে গোষ্ঠী হিংসায় এবার আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি। 


বৃহস্পতিবার (১৫ জুন) রাতে কোঙ্গবা এলাকায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরানো হয় তার বাড়িতে। 


সূত্রে জানা গেছে, মন্ত্রী রঞ্জন সে সময় বাড়িতে ছিলেন না। ওই এলাকায় দুস্কৃতীদের গুলিতে কয়েক জনের মৃত্যুর জেরেই মেইতেই জনগোষ্ঠীর নেতা রঞ্জনের বাড়িতে এই হামলা বলে মনে করা হচ্ছে। কার্ফু উপেক্ষা করেই রাজধানী ইম্ফলের লাগোয়া ওই এলাকায় হাজারের ও বেশি মানুষ জড়ো হয়ে হামলা চালান কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। 


আরও পড়ুন: মণিপুরের মহিলা মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা!


মন্ত্রী রঞ্জন সিংহ জানিয়েছেন, বাড়িতে হামলার সময় তিনি কেরলের কোচিতে ছিলেন। 


তিনি বলেন, আমরা শান্তি ফেরানোর জন‍্য প্রাণপণে চেষ্টা করছি। কিন্তু কিছু শক্তি আছে, তারা চায় না মণিপুরে শান্তি ফিরে আসুক।


জেবি/ আরএইচ/