সাংবাদিক গোলাম রাব্বানীকে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৩
সন্ত্রাসী হামলায় জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারসহ শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও পথসভা করেছে কর্মরত সাংবাদিকরা।
শুক্রবার (১৬ জুন) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সমকালের পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম, চ্যানেল ২৪ এর হোসেন রায়হান, নিউ এজ এর সাংবাদিক আব্দুর রহিম, মো. শাহাজাল, এখন টেলিভিশনের লুৎফর রহমান, বাংলানিউজ ও সময় টেলিভিশনের সোহাগ হায়দার, একাত্তর টিভির রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দারসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। এতে জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন: সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাগেরহাটে মানববন্ধন
মানববন্ধনে সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামীকে দ্রুত গ্রেফতারসহ ফাঁসির দাবি জানানো হয়। একই সাথে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান সংবাদকর্মীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
জেবি/ আরএইচ/