অবশেষে মুক্তি পাচ্ছেন জল্লাদ শাহজাহান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪১ এএম, ১৮ই জুন ২০২৩

বহু মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা সেই জল্লাদ শাহজাহান সাজা ভোগ শেষে আজ মুক্তি পেতে যাচ্ছেন।
রবিবার (১৮ জুন) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ডিআইজি প্রিজন্স ফজলুল হক সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাহানে মোট সাজা হয়েছিল ৪২ বছর। তার মধ্যে তিনি ১০ বছর ৫ মাস ২৮ দিন রেয়াত পেয়েছেন। প্রায় ৩২ বছরের সাজা শেষে তিনি মুক্তি পাচ্ছেন।
আরও পড়ুন: দুই চিকিৎসক কারাগারে
শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক, ছয়জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ বাংলাদেশের আলোচিত ২৬ জনকে ফাঁসি দিয়েছেন।
১৯৭৯ সালে পুলিশ শাহজাহানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আগে থেকেই অসংখ্য মামলা ছিল। গ্রেফতারের পর সেসব মামলার বিচার শুরু হয়। বিভিন্ন সময়ে তার ৩৬টি মামলার রায় হয়েছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাজারো শিক্ষক প্রেস ক্লাবের সামনে, তোপখানা রোডে যান চলাচল বন্ধ

হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ

ড. ইউনূসকে লাল গালিচায় স্বাগত, ইউকেএম দিল সম্মানসূচক ডক্টরেট

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ
