সরিষাবাড়ীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


সরিষাবাড়ীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
ছবি: জনবাণী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সার্বিক সহযোগিতায় সোমবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। 


এ সময় ধূমপান ও তামাকজাতদ্রব্যের কুফল সম্পর্কে সকলকে সচেতন করা হয়।


আরও পড়ুন: সরিষাবাড়ীতে আন্তর্জাতিক গৃহকর্মী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা


সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সীমান্তের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. সাদ্দাম হোসেন, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 


এ সময় থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ, সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, প্র‍থম আলোর প্রতিনিধি শফিকুল ইসলাম, উপজেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক জনবাণী ও দৈনিক ঢাকার ঢাক পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


জেবি/ আরএইচ/