সরিষাবাড়ীতে আন্তর্জাতিক গৃহকর্মী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৭ পিএম, ১৫ই জুন ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক গৃহকর্মী দিবস ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) জামালপুরের উন্নয়ন সংঘ প্রমোশন অব উইমেন এম্পাওয়ারমেন্ট এন্ড রাইটস প্রকল্পের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে পোস্ট মোড় প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বর এ এসে শেষ হয়।
আরও পড়ুন: সরিষাবাড়ীতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
উন্নয়ন সংঘের পক্ষে আব্দুল বারীর সঞ্চাল্পনায় সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মো. আরিফুর রহমান, কৃষি অফিসার অনুপ সিংহ, তথ্য আপা সাদেকুন্নাহার শিপু, এনজিও ফোরামের সাধারণ সম্পাদক বাদশা ভূইয়া, প্রথম আলোর প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক জনবাণী ও দৈনিক ঢাকার ঢাক পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান, সৃষ্টি টিভির প্রতিনিধি সাইদ মাহমুদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
