মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প
ফাইল ছবি

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্পে আঘাত লেগেছে। সোমবার (১৯ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ১০মিনিটের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবতহাওয়া ও জলবিদ্যা বিভাগ (ডিএমএইচ) এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।


ডিএমএইচ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আইয়ারওয়াদি অঞ্চলের পিয়াপন শহরের ৭০ মাইল দক্ষিণপূর্বে। 


ডিএমএইচের ভূমিকম্প বিভাগের উপ-পরিচালক ইন মায়ো মিন হতউই সিনহুয়াকে জানান, “ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্র তলদেশে। এতে সুনামির কোন সম্ভাবনা নেই।”


আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া উপসাগর


তিনি আরও  বলেন, “রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা কেবলমাত্র ৬.৫ এবং এর উপরে হলে সুনামি হতে পারে।”


ইন মায়ো মিন হতউই সিনহুয়াকে  জানান, এ ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোনো খবর জানা যায়নি।


আরও পড়ুন: ভারতে বাসস্ট্যান্ডের নাম ‘বাংলাদেশ’


ইয়াঙ্গুন অঞ্চলের কতিপয় শহরের বাসিন্দারা হালকা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান। 


ডিএমএইচ আরও জানায়, সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটি প্রাথমিকভাবে ১৫.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৯৬.৩৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়।


জেবি/এসবি