ভূমধ্যসাগরে নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে রাশিয়া


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


ভূমধ্যসাগরে নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে রাশিয়া
ছবি: সংগৃহীত

রাতভর অভিযান চালিয়ে ভূমধ্যসাগরে ভাসতে থাকা একটি নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ও মালবাহী জাহাজ।


সোমবার (১৯ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তাদের উদ্ধারের এই তথ্য জানানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকভ প্রথমে আভালনের কাছ থেকে একটি সাহায্যের কল পায়। গোর্শকোভ ও মালবাহী জাহাজ পিজমা সফল উদ্ধার অভিযান চালায় এবং গ্রিস ও জার্মানির পতাকাবাহী জলযানটির যাত্রীদের চিকিৎসা সহায়তা দেয়, এরপর তাদের কলিমনোস দ্বীপের উপকূলে গ্রিসের কোস্টগার্ডের জাহাজে তুলে দেয়।


তবে ওই বিবৃতিতে যাত্রীদের কারও জাতীয় পরিচয় বা বিস্তারিত কিছু জানানো হয়নি। 


আরও পড়ুন: মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প


রয়টার্স জানায়, অ্যাডমিরাল গোর্শকোভ রাশিয়ার নেতৃত্বস্থানীয় যুদ্ধজাহাজগুলোর অন্যতম এবং আগে এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও মোতায়েনে ব্যবহৃত হয়েছে।


আরও পড়ুন: ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত


এ ঘটনার সময় জাহাজটি কী ধরনের অস্ত্র বহন করছিল তা পরিষ্কার হয়নি।


জেবি/এসবি