সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার নতুন অধ্যক্ষের সাথে ঢাআসাসের সাক্ষাৎ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩


সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার নতুন অধ্যক্ষের সাথে ঢাআসাসের সাক্ষাৎ
ছবি: জনবাণী

সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার নতুন অধ্যক্ষ প্রফেসর আবদুর রশীদ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে ঢাকা আলিয়া সাংবাদিক সমিতি (ঢাআাসাস) এর নেতৃবৃন্দরা।


মঙ্গলবার (২০ জুন) সকালে অধ্যক্ষের কার্যালয় ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা এ সৌজন্য সাক্ষাৎ করেন।


এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিব মোরতাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তামিম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম বরকত, দপ্তর সম্পাদক মো. জুবায়ের, সদস্য ইমরানুল হক সাকিবসহ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। 


আরও পড়ুন: ঢাকা আলিয়ার নতুন অধ্যক্ষ অধ্যাপক আবদুর রশীদ


প্রসঙ্গত সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার নতুন অধ্যক্ষ হিসেবে প্রফেসর আবদুর রশীদকে১৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে নিয়োগ দেওয়া হয়। এর পূর্বে তিনি নোয়াখালীর চৌমুহনী এস এ কলেজের ইসলামিক শিক্ষা বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করেন।


আবদুর রশীদ এর পূর্বে ঢাকা আলিয়ার উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। গত ২২ মার্চ তাকে নোয়াখালীর চৌমুহনী সরকারি এস.এ কলেজে বদলি করা হয়। বদলির আড়াই মাস পর তিনি পুনরায় ঢাকা আলিয়ায় ফিরে আসেন।


জেবি/ আরএইচ/