ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ আজ, ভোটগ্রহণ মঙ্গলবার
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৯ এএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ রবিবার (৭ সেপ্টেম্বর)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নতুন অধ্যায় সূচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ছাত্রী ভোটারই হতে পারে বড় ফ্যাক্টর: উমামা ফাতেমা
ভোটারদের সুবিধা নিশ্চিত করতে এবং নির্বাচনকে আরও সুষ্ঠু করতে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। শুরুতে ৮টি কেন্দ্রে ৭১০টি বুথ নির্ধারিত থাকলেও শনিবার রাতে অতিরিক্ত ৮০টি যোগ করে মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছে ৮১০। এর ফলে শিক্ষার্থীরা দ্রুত ও নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরও পড়ুন: জাকসু নির্বাচন: ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল
এছাড়া সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ থাকবে। এই সময়ে কেবল বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
এদিকে নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপপ্রচার প্রতিরোধে সোশ্যাল মিডিয়ার কয়েকটি পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সঠিক তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ও অন্যান্য নির্ভরযোগ্য ওয়েবসাইট অনুসরণ করার আহ্বান জানিয়েছে প্রশাসন।
এএস