ঢাবি ছাত্রীরা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন ৩ হাজার টাকা
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০১:১৪ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের পর আবাসন সংকটে ভোগা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য শুরু হয়েছে বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামার আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় দিবস (১ জুলাই) থেকে পাঁচটি ছাত্রী হলের মোট ৫৮৩ জন শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসেন। প্রত্যেক ছাত্রী সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে তিন হাজার টাকা করে পাচ্ছেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ আজ, ভোটগ্রহণ মঙ্গলবার
অসচ্ছল ছাত্রীদের জন্য এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশেষ আর্থিক সহায়তা চালু হয়েছে। গত জানুয়ারিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে চলছে এই কার্যক্রম।
কমিটির সদস্য ছিলেন বিভিন্ন হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক, ডেপুটি রেজিস্ট্রার এবং শিক্ষার্থী প্রতিনিধি উমামা ফাতেমা।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ছাত্রী ভোটারই হতে পারে বড় ফ্যাক্টর: উমামা ফাতেমা
উমামা ফাতেমা জানান, আগস্টের পর বহু শিক্ষার্থী আবাসন সংকটে পড়েন। অনেকের বাইরে থাকার মতো আর্থিক সামর্থ্য ছিল না। আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আবেদন গ্রহণ করে এ সহায়তা কার্যক্রম শুরু করে। তবে তার অভিযোগ, এখনো অনেক ছাত্রী এই সহায়তার বাইরে রয়েছেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এটি কেবল একটি আপৎকালীন পদক্ষেপ। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৩ শতাংশ শিক্ষার্থী ছাত্রী হলেও তাদের জন্য মাত্র পাঁচটি আবাসিক হল রয়েছে। সীমিত বাজেট (বর্তমানে ৫১ কোটি টাকার ঘাটতি) সত্ত্বেও ছাত্র-ছাত্রীদের কষ্ট লাঘবে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি অ্যালামনাই ও সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
আরও পড়ুন: জাকসু নির্বাচন: ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল
তিনি আরও জানান, চীনের অর্থায়নে নতুন একটি ছাত্রী হল নির্মাণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকা একটি বড় প্রকল্পে চারটি নতুন ছাত্রী হল ও পাঁচটি ছাত্র হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে আবাসন সংকট উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
এএস