স্বাস্থ্যের সাবেক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩


স্বাস্থ্যের সাবেক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে নিয়োগ কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 


মঙ্গলবার (২০ জুন) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিদর্শক মো. ফারুক হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শফিউল্লাহ।


আরও পড়ুন: দুদকের মামলায় তারেক ও জোবাইদার বিরুদ্ধে তিন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য


মামলার আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ সংক্রান্ত কমিটির সভাপতি ও সাবেক পরিচালক মো. হাসান ইমাম, সদস্য সচিব আ খ ম আখতার হোসেন, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. হারুনুর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান মো. শাওকত আলী।


আরও পড়ুন: ওয়াসার তাকসিমের বিরুদ্ধে মামলার সুপারিশ দুদকের


মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে হাসপাতালের টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফারসহ আড়াই হাজার পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ আনা হয়।


জেবি/এসবি