যেসব এলাকায় ২৭ ও ২৮ জুন খোলা থাকবে ব্যাংক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩


যেসব এলাকায় ২৭ ও ২৮ জুন খোলা থাকবে ব্যাংক
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার আগে ২৭ ও ২৮ জুন তৈরি পোশাক শিল্প ও বন্দর এলাকায় খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংকের শাখা।


বুধবার (২১ জুন)  কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।


নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে  তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৭ ও ২৮ জুন সরকারি ছুটির দিন সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।  এগুলো হলো- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পোশাক শিল্প এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা।


আরও পড়ুন: ব্যাংকের সব শাখায় ছেঁড়া-ফাটা-ময়লা টাকা নেওয়ার নির্দেশ


এসব ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।


আরোও পড়ুন: আজ বাজারে আসছে ১০০ ও ২০০ টাকার নতুন নোট-


পাশাপাশি সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ডিওএস সার্কুলার অনুসারে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।


জেবি/এসবি