Logo

রাজশাহী সিটিতে ২৬ কেন্দ্রে নৌকা ২৪৮১৫, লাঙ্গল ১৭৪৩

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ০৪:০২
18Shares
রাজশাহী সিটিতে ২৬ কেন্দ্রে নৌকা ২৪৮১৫, লাঙ্গল ১৭৪৩
ছবি: সংগৃহীত

বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন

বিজ্ঞাপন

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে গণনা। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত। ইতমধ্যে বেশ কিছু কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। 

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১৫৫টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ২৪৮১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৪৩ ভোট।

এবারের রাসিক নির্বাচনে ইসলামী আন্দোলন প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) আগেই নির্বাচন বয়কট করায় মেয়র পদে প্রার্থী তিনজন। তাদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা) ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার (গোলাপ ফুল) রয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD