সুদান ছেড়েছে ৫ লাখেরও বেশি মানুষ: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩
পূর্ব আফ্রিকার দেশ সুদানে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে লড়াই শুরুর পর থেকে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ মানুষ।
মঙ্গলবার (২১ জুন) বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।
নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি আরও বলেন,“সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আমরা সুদান থেকে ৫ লাখ লোকের পালিয়ে আসা চিহ্নিত করেছি। ২০ লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। আমরা এই সংঘাত বন্ধ করতে না পারলে শরণার্থীর ঢল বাড়তেই থাকবে।”
আরও পড়ুন: হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় নিহত ৪১
এদিকে, দুই মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলায় জাতিসংঘ আশঙ্কা করছে, এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং প্রতিবেশী আফ্রিকান দেশগুলোকে অস্থিতিশীল করে তুলবে। সূত্র: আল জাজিরা
জেবি/এসবি